বারাকা গ্রুপ নিরচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে ১০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। কোম্পানী ব্যবসয়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে। প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড এর ১১ তম বার্ষিক সাধারণ সভায় বারাকা গ্র“পের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী একথা বলেন।
১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সুবিদবাজারস্থ খাঁনস প্যালেস কনভেনশন হলে বারাকা পাওয়ার লিমিটেড এর ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে কোম্পানী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী’র সঞ্চলনায় এ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি