ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা আসনে বিএনপির প্রার্থী বদল করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন দলটির বৃহৎ অংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী বদল করে দলের সিনিয়র পরিশ্রমি নেতা কলিম উদ্দিন মিলনকে ধানের শীষের প্রার্থী না করলে ছাতক-দোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গন পদত্যাগ এর হুমকি দেন। তারা ঘোষিত প্রার্থীকে ছাতকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, নেতাকর্মীদের সাথে সম্পর্কহীন, আন্দোলন বিমুখ, এসি রুমের এক বাসিন্দাকে ধানের শীষ প্রতীক দিয়ে দলের নিশ্চিত পরাজয় এর দায়ভার নেতাকর্মীরা নেবে না। তাই বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির আন্দোলনে দল ও দেশকে বাঁচানোর এ লড়াইয়ে সুনামগঞ্জ-৫ আসনে দলের ভুল সিদ্ধান্তের প্রার্থীকে বদল করতে হবে। অন্যথায় পরবর্তী যে কোন পরিস্থিতির জন্য দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে। এর আগে শহরে ছাত্রদল ও যুবদলের ছাতক-দোয়ারায় মিজান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়– মিছিল বের করে। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমির এর সভাপতিত্বে ও দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল ও আব্দুল বারি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান সামছু, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্রমুখ।