মহানগর বিএনপির বিশেষ বর্ধিত সভা ॥ সিলেট-১ আসনে গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করার আহ্বান

30
আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মহানগর বিএনপি আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন মহানগর সভাপতি নাসিম হোসাইন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন- দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে গণতন্ত্রকে পুনরুদ্ধারের অংশ হিসেবে আসন্ন একাদ্বশ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঐক্যফ্রন্ট আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। অতীতের যে কোন নির্বাচনের চাইতে এই নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন নির্বাচনে বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সিলেট-১ আসনে কোন ব্যক্তি নয়, গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে কোন প্রশ্ন রাখার সুযোগ নেই। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের মধ্য বিভক্তি সৃষ্টি করার সুযোগ নেই। এই ধরনের কর্মকান্ড থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে।
তিনি শনিবার সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন। নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় মহানগর কাযর্করী সদস্য, ২৭ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, দলীয় সিটি কাউন্সিলারবৃন্দ ও মহানগর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, মুফতী বদরুন নুর সায়েক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, বাবু নিহার রঞ্জন দে, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজমুদার, আইন সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর ও নজিবুর রহমান নজিব, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া, মহানগর মহিলা দল সভাপতি জাহানারা ইয়াসমিন, জেলা সভাপতি সালেহা কবির শেপী, সিসিক প্যানেল মেয়র-২ এডভোকেট রুকসানা বেগম শাহনাজ, মহানগর ওলামা দল সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, জাসাস সিনিয়র যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ, মহাগর মহিলা দল সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, জেলা সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রিনা বেগম, ১নং ওয়ার্ড সভাপতি মুফতী রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল বাসিত, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, ৬নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ৮নং ওয়ার্ডের আব্দুস সবুর, ১০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ১৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, ১৬নং ওয়ার্ডের সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, ১৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন খান, ১৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, ২২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন, ২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মামুনুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি সৈয়দ বাবুল হোসেন, ২৫নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৬নং ওয়ার্ড সভাপতি আক্তার রশীদ চৌধুরী ও ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি