কাজিরবাজার ডেস্ক :
বিএনপি ভোট থেকে সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতা।
দশম সংসদ নির্বাচন বর্জন করলেও এবার ভোটে আসার ঘোষণা দিয়েছে বিএনপি এবং তার দুই জোট ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট। সবার জন্য সমান সুযোগ নেই দাবি করে জোটের কোনো কোনো নেতা ভোট থেকে সরে যাওয়ার কথাও যেমন বলছেন, তেমনি যে কোনো মূল্যে ভোটে থাকার কথাও বলছেন।
কাদের বলেন, ‘নির্বাচন হবে কিনা এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনও মিডিয়াতে এধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
নির্বাচন কমিশন সরকারের ‘নীলনকশা’ বাস্তবায়ন করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ নিয়েও কথা বলেন কাদের। বলেন, ‘তারা নির্বাচন বানচালের নীলনকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনো নীল নকশা নেই। আমাদের নীলনকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সঙ্গে সঙ্গে বহিস্কার করা হবে বলেও জানান কাদের।
ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সরকার কী ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দেবে।’
‘মান্না সাহেব অপেক্ষা করুন। ৩০ তারিখে বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কত অবাস্তব।’