কানাইঘাটে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী মামুন ॥ সিলেট-৫ আসনে জামায়াতের কোন জনসমর্থন নেই

38

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াতের কোন জন সমর্থন নেই জামায়াত প্রার্থী কে এ আসন থেকে বিরোধী জোটের মনোনয়ন দেওয়া হলে আওয়ামীলীগ কে আসন উপহার দেওয়ার সামিল হবে বলে সিলেট ৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন দাবী করেছেন। কানাইঘাট ও জকিগঞ্জের সর্বস্তরের ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। বিএনপির প্রার্থী মামুনুর রশীদ মামুন শনিবার সন্ধ্যা ৭টায় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় সিলেট-৫ আসনের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন সিলেট-৫ আসনে জামায়াতের কোন জন সমর্থন নেই এবং সাংগঠনিক ভাবে অত্যন্ত দুর্বল যা আপনারা সবাই জানেন। ভোটারদের মতামত ও জনপ্রিয়তা যাচাই করে ঐক্যফ্রন্ট থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের নেতাকর্মী তার পিছনে ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি জানান। কারাবন্দী দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনের অংশ হিসাবে ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ করছে। নির্বাচনী মাঠে বিরোধী দল কে নি¤œতম সভা সমাবেশ ও প্রচার প্রচারণার সুযোগ দেওয়া হলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত বলে বিএনপি প্রার্থী মামুনুর রশিদ জানান।
মতবিনিময়কালে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে লস্কর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হক, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ-উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে বিএনপি সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুন দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী।