কানাইঘাটের বিট কর্মকর্তার অনিয়মের তদন্ত শুরু

10

কানাইঘাট থেকে সংবাদদাতা :
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কানাইঘাট উপজেলা বিট কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রি’র নানা অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে জৈন্তাপুর উপজেলার সারী রেঞ্জ কার্যালয়ে এ তদন্ত শুরু হয়। তদন্ত কমিটির প্রধান সুনামগঞ্জের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনেকের কাছ থেকে বিট কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রির কর্তৃক নানা ধরনের অনিয়ম দুর্নীতির মৌখিক জবানবন্দী সহ লিখিত সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় স্থানীয় সাংবাদিক সহ পাথর ব্যবসায়ী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, পাথর ব্যবসায়ী আশিক উদ্দিন ও মাসুম আহমদ সহ সংবাদ প্রকাশের সাথে সংশ্লিষ্ট ৯ জনের মধ্যে প্রায় সকলের মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহণ করেন তদন্ত কমিটির প্রধান মাহমুদুল হক খান ও সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ। ভুক্তভোগীরা বিট কর্মকর্তা ও তার মনোনীত লোকজনদের অনিয়ম, অর্থ আত্মসাত, সরকারি রাস্তা-ঘাট থেকে এক মন্ত্রীর নাম ব্যবহার করে গাছপালা কেটে নেওয়ার ফরেস্ট বাগানের গাছপালা উজাড়, বনবিভাগের জায়গা বেদখল, লোভাছড়া পাথর কোয়ারী, খুলে দেওয়ার নামে বিট কর্মকর্তা কর্তৃক অনেক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া কয়েক মাস পূর্বে জব্দকৃত সুরমা নদীতে আটক পাথর বোঝাই বলগেট, নৌকা ছেড়ে দেওয়ার নামে উৎকোচ আদায় ও জনসাধারণের সাথে অসদাচরণ, কাঠ ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী, করাতকল মালিক সহ যারা তাদের নিজ বাড়ি থেকে গাছপালা কেটে করাতকলে আনেন তাদের কাছ থেকে উৎকোচ আদায় সহ নানা অভিযোগ তদন্ত কমিটির প্রধানের কাছে তুলে ধরেন। তদন্ত কমিটির প্রধান মাহমুুদুল হক খান স্থানীয় সাংবাদিকদের জানান বিট কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত আমরা শুরু করেছি। অনেকের লিখিত ও মৌখিক বক্তব্য আমরা নিয়েছি। তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পর আমরা কি ব্যবস্থা নিয়েছি তা আপনারা জানতে পারবেন।