শাফায়েত হোসেন
সত্যি আমি সুখী মানুষ কুড়েঘরে থাকি,
দুখীর ঘরে আহার দিয়ে স্বপ্ন আমি আঁকি।
দুপুরবেলা ফড়িং ধরে গোধূলি রং মাখি,
এমন করে স্বপ্ন আমি বুকে পুষে রাখি।
চোখ মেলে ওই বিড়াল ছানা যখন করে খেলা,
প্রজাপতি ফড়িংগুলো বসায় তখন মেলা।
ইঁদুর যখন গর্ত করে ঝুলায় ঘরে তালা,
বাদুর এসে দেয় পড়িয়ে আমার গলায় মালা।
কেউ বুঝেনা মনের কথা আমি কতো সুখী,
কানামাছি গল্প করে আমি ভীষণ দুখী।
বৃষ্টিজলে খবর পেয়ে সূর্যি মারেথথউঁকি,
সবার এখন গাটা জ্বলে বাড়ছে আমার ঝুঁকি।
আমার চেয়ে সুখী বলো কে জগতে আছে!
সকাল -বিকাল সুখ পাখিটা খেলে ডালিম গাছে।
মেঘে রোদে ছুটাছুটি নানান রঙে নাচে,
পাল উড়িয়ে কুড়ের ঘরে সুখটা থাকে কাছে।