গোয়াইনঘাটে বিজিবি’র অভিযানে ৬শ বোতল ফেনসিডিল উদ্ধার

22

কে. এম. লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট সীমান্ত থেকে ৬শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দমদমা সীমান্ত এলাকা থেকে বিছনাকান্দি ক্যাম্পের বিজিবি সদস্যরা ফেনসিডিলগুলো উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক কারবারিরা দমদমা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের টহল জোরদার করেন। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা দমদমা এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদকের চালান ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বিছনাকান্দি বিজিবি’র কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।