স্টাফ রিপোর্টার :
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন নগরীর শিল্পপতি চেইনশপ ফিজা এন্ড কোং এর স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দলীয় নেতাকর্মীর সঙ্গে তাকে আসামি করা হয়।
তার আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন শিল্পপতি বাবুল। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
শিল্পপতি নজরুল ইসলাম বাবুল গত সিটি করপোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।