বাংলাদেশ জাসদের আলোচনা সভায় বক্তারা ॥ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ মিলন তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন

19

স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাঃ শামছুল আলম খান মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাসদের উদ্যোগে দরগাহ গেইটস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে আলহাজ্ব কলন্দর আলী বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ মিলন তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কলন্দর আলীর সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক নাজাত কবিরের পরিচালনায় বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহিদদের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ মিলনের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য দেশবাসীকে আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য শ্রী ধীরেণ সিংহ, সিলেট মহানগর ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বাংলাদেশ জাসদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন পলিট, মহানগর নেতা কামাল পাশা, জেলা নেতা কবির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে শরিক হওয়ার জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি