ঐক্যফ্রন্টে যাওয়ার প্রশ্নই উঠে না ——– আজিজুস সামাদ ডন

23

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সামাদপুত্র আজিজুস সামাদ ডন বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগের রাজনীতি করি। সুতরাং ঐক্যফ্রন্টে যাওয়ার প্রশ্নই উঠে না। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়া চলছে। নিরাশ হওয়ার কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন।
২৪ নভেম্বর শনিবার জগন্নাথপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সি/এ মার্কেট এলাকায় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, মিন্টু রঞ্জন ধর, দিলদার হোসেন দিলা, নুরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, পৌর আ.লীগের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দিপক গোপ, জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, আ.লীগ নেতা আবদুল কাদির, সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমীন, সামাদ আজাদ স্মৃতি সংসদের সভাপতি শাহিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ, সাধারণ সম্পাদক কবির মিয়া, উপজেলা সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, পৌর সৈনিক লীগের সভাপতি শাহীনুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, আনহার মিয়া, সেলিম মিয়া, ফয়জুল ইসলাম, রফিকুল ইসলাম, ছাদ মিয়া, আক্তার হোসেন, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, মিটন দেব, সাইফুর রহমান সোহাগ, সুজেল মিয়া প্রমুখ।