আজহার-সোহেলের ব্যাটে পাকিস্তানের দিন

42

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
আজহার আলী আর হারিস সোহেলের কল্যাণে দুবাই টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। আজহার ৮১ রানে ফিরে গেলেও সোহেল ৮১ রানে অপরাজিত আছেন।
আবুধাবি টেস্টে নাটকীয় জয়ের সুখস্মৃতি নিয়ে দুবাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। দিনের শুরুতে কিউইদের বল হাতে উড়ন্ত সূচনা এনে দেন কলিন ডি গ্র্যান্ডহোম। তার পেসে ধরাশায়ী হয়ে ২৫ রানে দুই ওপেনারকে হারায় টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান। এরপরই আজহার আলী আর হারিস সোহেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
তৃতীয় উইকেটে ১২৬ রানের জুটি গড়েন আজহার-সোহেল। দলীয় ১৫১ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন আজহার। ১৮৭ বলে ৭ চার আর এক ছক্কায় ৮১ রান করেন এই ডানহাতি। এরপর আসাদ শফিককে নিয়ে ২৩ রানের আরেকটি জুটি গড়েন সোহেল। দলীয় ১৭৪ ও ব্যক্তিগত ১২ রানে এজাজ প্যাটেলের বলে নেইল ওয়াগনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শফিক।
শফিক ফেরার পর বাবর আজমকে নিয়ে দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন সোহেল। ২৪০ বলে ১০ চারে ৮১ রানে অপরাজিত আছেন তিনি। বাবরের সংগ্রহ ১৪ রান।