যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

27
সিটি কর্পোরেশনে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) গত বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নগর ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় নগরবাসীর শান্তি ও সমৃদ্ধি ও কল্যণ কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মাহফিলে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, সিকন্দর আলী, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তারেক উদ্দিন তাজ, সচিব বদরুল হক, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তাফসীরুল কোরআন দাখিল মাদরাসা, সুনামপুর এর ছাত্র সংসদ: দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধিন তাফসীরুল কোরআন দাখিল মাদরাসা, সুনামপুর এর ছাত্র সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এক আলোচনা সভা ও ও মিলাদ মাহফিল গতকাল ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
মাদরাসা ছাত্র সংসদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মাদরাসার সহ সুপার মাওলানা আনিছুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করে মাদরাসার ছাত্র মোঃ ময়নুল ইসলাম, নাতে রাসূল পরিবেশন করে ইউসুফ আহমদ ।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা তারিফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিককোনা কলেজের ইংরেজি প্রভাষক এম এ মতিন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব ছয়ফুর রহমান ও আব্দুল কাইয়ুম চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা ইমরান উদ্দিন, মাস্টার তাজুল ইসলাম, মাওলানা খালেদ আহমদ, মাদরাসার ছাত্র মোঃ শিবলু হোসেন প্রমুখ।