বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ নভেশ্বর শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীগণ অংশ নিতে পারবে।
জিন্দাবাজারস্থ ইদ্রিছ মার্কেটের নিচ তলা বাংলাদেশ ওভারসীজ অথবা ফেনী দাওয়াখানা থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
চিত্রাকংন প্রতিযোগিতা সফলের লক্ষে ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের আলহাজ্ব আতাউর রহমানকে প্রধান প্রধান উপদেষ্টা, রোটারিয়ান আসাদুজ্জামান, রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, এডভোকেট রাশিদা সাইদা খানম, কাউন্সিলর এস.এম. শওকত আমিন তুহিনকে উপদেষ্টা, রোটারিয়ান শামীম আহমদকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক যাদু শিল্পী বেলাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন, হাকিম ছাদ উল্লাহ বাচ্চু, ফাইয়াজ হোসেন ফরহাদ, এডভোকেট মো. সাজ্জাদুর রহমানকে সদস্য সচিব, সুরঞ্জিত বর্মনকে পরীক্ষা নিয়ন্ত্রক ও জাবেদ আহমদ, জাহাঙ্গীর আলমকে সহ পরীক্ষা নিয়ন্ত্রক করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি