প্রার্থী নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা আজ

55

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ রবিবার বৈঠকে বসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। তফসিল ঘোষণার পর পরই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আহ্বান করা হয়। বিকেল সাড়ে তিনটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংসদীয় বোর্ডের এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলের প্রার্থিতা নির্বাচন, মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাতকার, জোট-মহাজোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের কৌশল চূড়ান্ত হতে পারে এই বৈঠকে।
বিরোধী পক্ষের কোন প্রতিরোধ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর নির্ভার আওয়ামী লীগের পূর্ণ মনোযোগ এখন জাতীয় নির্বাচনের দিকে। এ মাসের মধ্যেই দলীয় মনোনয়নপ্রক্রিয়া চূড়ান্ত করে ভোটের মাঠে নেমে পড়ার অপেক্ষায় রয়েছে দলটির নেতাকর্মী, সমর্থকরা। ইতোমধ্যে দলটি মহাজোটগতভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, জোট-মহাজোটগতভাবে নির্বাচনের লক্ষ্যে ১৪ দলীয় জোটের শরিক দলকে ১২-১৩টি এবং জাতীয় পার্টিসহ মিত্রদের জন্য ৫০-৬০টি আসন ছেড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে দলটির। অর্থাৎ ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিসহ মিত্রদের ৭০ থেকে ৭৫ আসন ছেড়ে দিয়ে বাকি ২২০-২৩০ আসনে দলীয় প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ।
এসব বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিতেই আজ সংসদীয় বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। বোর্ডের একাধিক নেতার মতে, বিএনপি এখন আর নির্বাচনে না এসে পারবে না। বিষয়টি মাথায় রেখেই আসন বণ্টন ও প্রার্থী চূড়ান্ত করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জরিপ সংস্থা এবং দলের নির্ভরযোগ্য টিমের মাধ্যমে তিন শ’ আসনে পরিচালিত জরিপের মাধ্যমে জনপ্রিয় ও বিজয়ী হওয়ার সম্ভাবনা যেসব প্রার্থীর রয়েছে, তাদেরই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। জোট-মহাজোটের আসন বণ্টনের হিসাবের ক্ষেত্রে অজনপ্রিয় কোন প্রার্থীকে ছাড় দেবে না তারা।
জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোও নিজেদের মতো করে প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ করতে শুরু করেছে। এরপর আওয়ামী লীগ একটি তালিকা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনায় বসবে। দেখা হবে কোন দলের কোন আসনে যোগ্য প্রার্থী রয়েছে। ৭০ থেকে ৭৫টি আসন মিত্রদের ছেড়ে দেবে আওয়ামী লীগ। এ আসনগুলো ১৪ দলের শরিক, জাতীয় পার্টি এবং অন্যদের কারও সঙ্গে সমঝোতা হলে তাদের মধ্যে ভাগ হবে। বিএনপি নির্বাচনে এলে গতবারের চেয়ে এবার শরিকদের বেশি আসন ছেড়ে দেয়ার সম্ভাবনা কম। অজনপ্রিয় কোন প্রার্থীকে নির্বাচনে ছাড় দিয়ে আসন হারানোর ঝুঁকি কিছুতেই নেবে না আওয়ামী লীগ। এসব বিষয়েই আজকের সংসদীয় বোর্ডের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের বোর্ডের সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।