কাজিরবাজার ডেস্ক :
ভারতে বিভিন্ন ঐতিহাসিক অঞ্চলের নাম পরিবর্তনের হিড়িক পড়েছে। হিন্দুত্ববাদকে আঁকড়ে রাখতে এবং সামনের লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদকে আরও বেশি প্রচারে রাখার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কাজ করছেন বলে মনে করা হচ্ছে।
উত্তর প্রদেশে শুরু হওয়া জায়গার নাম বদলের নয়া ট্রেন্ড এবার ভারতের দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে। হায়দ্রবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন তেলঙ্গানার এক বিজেপি নেতা। তার দাবি, মুসলিম শাসকেরাই এই শহরের নাম ভাগ্যনগর থেকে হায়দ্রবাদ করে দিয়েছিলেন।
আগামী ৭ ডিসেম্বরর তেলঙ্গানা বিধানসভায় নির্বাচন। দক্ষিণের এই রাজ্যে লড়াই এবার ত্রিমুখী। বিধানসভার দখল নিতে মরিয়া কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এবং বিজেপি- এই তিনটি শক্তিই। অনেকটা উত্তর প্রদেশের ধারা অনুসরণ করেই, ভোটের আগে তেলেঙ্গানাতেও নাম বদলের ইস্যু সামনে নিয়ে এল বিজেপি । আর এই প্রচারে তারা হাতিয়ার করল হায়দ্রবাদকেই।
তেলঙ্গানা বিজেপির অন্যতম নেতা রাজা সিং-এর দাবি, ষোড়শ শতাব্দীতে কুতুব শাহী নবাবেরাই এই শহরের নাম পাল্টে হায়দ্রবাদ করে দিয়েছিলেন। তার আগে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের নাম ছিল ভাগ্যনগর। বিজেপি ক্ষমতায় এলে প্রধান লক্ষ্যই হবে এই শহরের নাম পাল্টে ফের ভাগ্যনগর করে দেয়া।
অবশ্য শুধু হায়দ্রবাদই নয়, বিজেপির নজরে আছে সেকেন্দারবাদ এবং করিমনগরের মতো আরও বেশ কয়েকটি জায়গাও। ক্ষমতায় এলে একে একে সব বদলে ফেলা হবে বলে জানিয়েছেন এই বিজেপি নেতা।
শুধু তেলঙ্গানা বা উত্তর প্রদেশ নয়, ভারত জুড়েই এখন চলছে নাম বদলে দেয়ার ট্রেন্ড। উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম বদল করে রাখা হয় প্রয়াগরাজ। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। গুজরাটের আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাবও সামনে এসেছে। আগ্রা শহরের নামও আগ্রাভন করার দাবি উঠেছে ইতিমধ্যেই। সেই তালিকাতেই নতুন সংযোজন এবার হায়দ্রবাদ।