সিলেট সদর উপজেলার পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসায় হামলার ঘটনায় এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা, আহতদের সুচিকিৎসা ও মাদরাসার ব্যাপক ক্ষয়ক্ষতি প্রদানের দাবিতে ঘোষিত সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের সকল কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বাদাঘাটে অবস্থান ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি ছিলো। কিন্তু গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকে সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে এসব কর্মসূচি স্থগিত করা হয়। সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দিপ কুমার সিংহ, সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, এসএমপির উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরন মিয়া, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মনফর আলী, সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা, পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন, পুরান কালারুকা মিসবাহুল উলুম টাইটেল মাদরাসার সভাপতি জমির আলী, বিশিষ্ট মুরব্বী আলা উদ্দিন খা, ইসলাম উদ্দিন, গোলাম মাহমুদ, মাওলানা নুরুল হক, মুক্তিযোদ্ধা নুরুল হক নুর মিয়া, মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, কমর আলী মেম্বার, মন্তকা আহমদ মেম্বার, আমিনুল হক, নইমুদ্দীন, পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা এরশাদ খান, ময়মুন মাইকের স্বত্ত্বাধিকারী নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি