মরহুম মো. আব্দুস সালাম-এর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

14

সিলেট কালেক্টরেট-এর কর্মকর্তা মরহুম মো. আব্দুস সালাম-এর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। ১৯৮৬ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর সিলেট নগরীর মিরাবাজারস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
বিয়ানীবাজার উপজেলাধীন দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে ১৯২২ খ্রিস্টাব্দের ২২ ফেব্র“য়ারি মো. আব্দুস সালাম এর জন্ম। তাঁর পিতা মরহুম মো. মুদছির আলী তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের করিমগঞ্জ শহরে কর্মরত ছিলেন। উল্লেখ্য যে, করিমগঞ্জ সে সময় ছিল অবিভক্ত ভারতের আসাম প্রদেশের অন্তর্গত সিলেট জেলার একটি মহকুমা শহর।
মো. আব্দুস সালামের শিক্ষাজীবন শুরু হয় করিমগঞ্জ শহরে। ১৯৪০ খ্রিস্টাব্দে করিমগঞ্জ থেকে মেট্রিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে এমসি কলেজে অধ্যয়ন শেষে করিমগঞ্জ কোর্টে সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর তিনি সিলেটে চলে আসেন এবং সিলেট জেলা কালেক্টরেট-এ চাকরিতে যোগ দেন। সুদীর্ঘ ৩৭ বছর সিলেট কালেক্টরেট-এর বিভিন্ন শাখায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে বর্ণাঢ্য জীবনের ইতি টেনে ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
মরহুম মো. আব্দুস সালাম সিলেট কালেক্টরেটে একজন সৎ, নিষ্ঠাবান, সুপরিচিত ও স্বনামধন্য সরকারি চাকুরে ছিলেন। চাল-চলনে, আচার-আচরণে এবং দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি ছিলেন পরিচ্ছন্ন ও ব্যতিক্রমী।
মরহুম আব্দুস সালামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ ১৬ অক্টোবর, মঙ্গলবার বাদ এশা বাসা নং-২৯, রোড নং-৪, ঢাকা সেনানিবাস, ঢাকা-এ এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি