জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর সমাজ কল্যাণ পরিষদ ও নাদামপুর বাতায়ন পাঠাগারের উদ্যোগে “বাতায়ন” প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কলকলিয়া ইউনিয়নের ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। নাদামপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সকল সদস্য, উপদেষ্টা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও গ্রামের মুরব্বীগণ উপস্থিত ছিলেন।
এতে সার্বিক সহযোগিতা করেন নাদামপুর সমাজ কল্যাণ পরিষদ ও নাদামপুর বাতায়ন পাঠাগারের সভাপতি এবং সাবেক প্রভাষক নোমান আহমদ সাদি, পরিষদের সহ-সভাপতি জামাল উদ্দিন, গ্রামের মুরব্বী আব্দুর রজাক, শফিক আহমদ, পরিষদের উপদেষ্টা সেলিম আহমদ, ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নাছির উদ্দিন, পরিষদের সেক্রেটারি ও প্রভাষক শের আলী, শিক্ষক মমিনা বেগম, পারভিন বেগম, হিজলা গ্রামের তরুণ সংগঠক সুমন মিয়া, অত্র পরিষদ সদস্য জুবায়ের, জেবু, তাহেরা, জাহিদ, জিলু, সাকিল, বেলাল, সেবু প্রমুখ।