সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এতে সরকারি অফিসগুলোতে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। এ লক্ষ্যেকে সামনে রেখে বিভিন্ন সরকারি অফিস ভবন সম্প্রসারণ ও নতুন ভবন নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নতুন আধুনিক নির্মাণ করা হচ্ছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৫ অক্টোবর শুক্রবার সকালে ৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৬ তালা ভিত্ত এর ৪ তলা বিশিষ্ট উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি সঞ্জিতা কর্মকারের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা প্রকৌশলী রমাপদ দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরাফা তাসলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর আউয়াল কয়েছ। বিজ্ঞপ্তি