কবির কাঞ্চন
চলারপথে হয় না এখন
সালাম বিনিময়
কলিকালের লোকে ভাবে
সময় অপচয়।
আগের দিনে ছোটো-বড়োর
মিল ছিল যে বেশ
ধর্ম ভুলে মুক্তমনে
সবই হলো শেষ।
ছোট পায় না স্নেহ যেমন
বড়ে তেমন মান
সালাম করে সম্প্রীতি আর
ভালোবাসা দান।
সালাম দিও বাবা-মায়ে
সালাম দিও পরে
গুণীজনে সালাম দিও
চিরসুখের তরে।