লায়ন্স প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডা. আজিজুর রহমান বলেছেন, শিক্ষার অধিকার সবার। এ ক্ষেত্রে কোনো বৈষম্য কাম্য নয়। আজকের সুবিধাবঞ্চিতরা সুশিক্ষা গ্রহণ করে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে পারলে তাদের মধ্য থেকেই সমাজের নেতৃত্ব তৈরি হবে। শিশু শিক্ষায় লায়ন্সদের অবদান অনুকরণীয়। শিক্ষা সেবা সকল সেবার মধ্যে মহত্তম। তাই শিক্ষা ক্ষেত্রে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
অক্টোবর সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব অব কুশিয়ারার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন মাজার রোড কুশিঘাট এলাকার ইনু ইশকুলে ছোট সোনামণিদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব কুশিয়ারার সভাপতি লায়ন সাজ্জাদুর রহমান সোজ্জাদ ও সেক্রেটারি মেহেদি কাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারি ও সিলেটভিউ এর সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইনু ইশকুলের প্রতিষ্ঠাতা ইমতিয়াজুর রহমান ইনু।
এ উপস্থিত ছিলেন- লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন ওয়াহিদুজ্জামান ভুট্টো, লায়ন মাছুম আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন রুহুল আমিন চৌধুরী লায়ন অজিত কুমার ভট্টাচার্য্য, লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি