বিশ্বনাথে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

38

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
বিশ^নাথে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় তানভির আহমদ নামের ২০মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে দক্ষিণ সুরমা উপজেলার টিলা মামনপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। আর বিশ^নাথ কলেজ রোডের রহিম মেডিকেল সেন্টারের স্বত্ত্বাধিকারী ওই হাতুড়ে ডাক্তার এমএ রহিম (৫০) উপজেলার বাওনপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টারদিকে সিলেট নগরীর নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এরআগে ওইদিন সন্ধ্যায় রহিম মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর থেকে হাতুড়ে ডাক্তার রহিম পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানাগেছে।
জানা গেছে, শিশুটির প্রশ্রাবে সমস্যাজনিত কারণে খৎনা দিতে ছেলে তানভিরকে তার মা বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় রহিম মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। এসময় ঔই সেন্টারের স্বত্ত্বাধিকারী এমএ রহিম খৎনা করাতে শিশুটিকে একটি অ্যানেসথেসিয়া ইন্জেকশন দেন। সাথে সাথে শিশুটির খিচুনি এবং মুখে ফেনা আসতে শুরু করে। শিশুটিকে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ডাক্তার রহিম ফার্মেসিতে তালা ঝুলিয়ে পালিয়ে যান। পরে নর্থ-ইস্ট হাসপাতাল থেকে পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। তবে, বিশ^নাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।