জিল্লুর রহমান পাটোয়ারী
শরৎ এলো কাশের বনে,
মুগ্ধ করে মন –
শিউলি বকুল শাপলা ফোটে
দোলায় মনের বন।
বিলের জলে শাপলা হাসে,
মাঠে কাশের ফুল –
শরৎ রানী দুপুরবেলায়,
উড়ায় মাথার চুল।
মাঠে মাঠে সবুজ ক্ষেতে,
বাতাসে দেয় দোলা –
মন ভরে যায় দৃশ্য দেখে,
সবারি মন ভোলা।
কাশের বনে দোলা দিয়ে,
উদাস বাতাস এসে –
শরৎ রানী খেলছে খেলা,
আনন্দে মন ভেসে।