কবির কাঞ্চন
চট্টগ্রাম গ্রাম তো নয়
আস্ত একটি শহর
রাস্তাঘাটে দিনেদিনে
বাড়ছে গাড়ির বহর।
হেলদি শহরের মুকুট
আছে যার শিরে
নির্লাজে দূষকেরা হাসে
সেই শহর ঘিরে।
বাণিজ্যিক শহর বলে
ঐতিহ্য আছে যার
সেই নগর উন্নয়নে
বাংলাদেশের কর্ণধার।
ঢাকার মতো জনবহুল
প্রিয় শহর চাটগাঁও
সবুজশ্যামল হেলদি শহর
দাও আবার ফিরে দাও।