দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, লাখো শহীদের রক্তে কেনা এই মাতৃভূমিকে মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজ চক্র কলংকিত করছে। জাতীয় সম্পদের নির্বিচারে লুন্ঠনের কারণে দেশের সাধারণ মানুষ অন্ন, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের জীবনযাত্রা আজ ব্যয়বহুল হয়ে উঠেছে। আর বাজিগররা দেশকে শাসন করছে। উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করতে পারলে দেশে সব ধরনের বিশৃঙ্খলা এমনিতেই বন্ধ হয়ে যাবে। টিআইবি রিপোর্টে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বছরে ১০ কোটি টাকা দুর্নীতিতে আজ নিমজ্জিত। সরকারী অফিস-আদালতের অবস্থা একই চিত্র। তিনি অবিলম্বে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের কাছে দাখিলের বিধান বাধ্যতামূলক করার জোর দাবী জানিয়ে বলেন অন্যথায় ২রা অক্টোবর সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এ ব্যাপারে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলায় বাল্লা রেল গেইট সংলগ্ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এক বিরাট কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ জেলা সভাপতি সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এনজিও সংগঠক মাইনুদ্দিন বেলাল এডভোকেটের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সদস্য কয়েছ আহমদ সাগর, কেন্দ্রীয় যুব ফোরামের সমন্বয়ক ইসমত ইবনে ইসহাক। বক্তব্য রাখেন অমিয় প্রভা চৌধুরী, সাংবাদিক ডা: আব্দুল জলিল, শিক্ষিকা হালিমা খাতুন, আলহাজ¦ আব্দুল মতিন চৌধুরী, মো: সামছুর রহমান, এনামুল হক, হামিদুল হক বুলবুল, নুরুল আমীন প্রান্ত, সৈয়দ কাজল মিয়া, মো: দুলাল মিয়া, মো: শাহ আলম, মো: মহররম আলী, শিবুজন বলতি, হালিমা খানম, সৈয়দ লাল মিয়া, স্বপন কান্তি ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি