কানাইঘাটে মোটরযান আইনে ৩ গাড়ি চালককে জরিমানা

40

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট বাজারে মোটর যান অধ্যাদেশ আইনে তিন গাড়ি চালককে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০০টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাট বাজার এলাকায় অবৈধ যানবাহন বিরোধী অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর দায়ে তিন চালককে মোটরযান অধ্যাদেশ আইনে পৃথক মামলা দায়েরের মাধ্যমে ৭০০টাকা নগদ জরিমানা আদায় করেন। লুসিকান্ত হাজং জানিয়েছেন,ইতিমধ্যে কানাইঘাট উপজেলার সকল হাট-বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসন সহ অবৈধ যানবাহন বিরোধী অভিযান উপজেলা প্রশাসন অব্যাহত রেখেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা প্রথমে গাড়ির চালকদের সচেতন করার জন্য তাদেরকে ড্রাইভিং লাইসেন্স করা, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য সকল পরিবহন সংগঠন নেতৃবৃন্দের নিয়ে বৈঠক করেছি। যেসব চালকদের বৈধ লাইসেন্স নেই তাঁরা যদি গাড়ি চালান তাহলে আমরা তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মোটরযান আইনে ব্যবস্থা গ্রহণ করব। অভিযানের সময় তাঁর সাথে কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।