নবীগঞ্জে প্রাইভেট কারের চাপায় পঞ্চম শ্রেণীর ছাত্রী নিহত

28

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে প্রাইভেট কারের চাপায় শাহ সুমা আক্তার (১২) নামে এক পঞ্চম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে । সুমা গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের শাহ দিলাওয়ার মিয়ার কন্যা ও গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরীক্ষার ১ম দিনে ইংরেজি ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা দিতে ঢাকা-সিলেট মহাসড়ক নিকটবর্তী মুরাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে আসে সুমা। বিকেল ৪টার দিকে ইংরেজি ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কার সুমাকে মারাত্মক ভাবে চাপা দেয়। এ সময় তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক কারকে আটক করা সম্ভব হয়নি। সুমার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যদের আহাজারীতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আব্দুল করিম সুমার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন,আমি তাকে হাসপাতালে নিয়ে আসি তার পর সুমার মৃত্যু হয়, সুমা খুবই ভালো ছাত্রী ছিল।