কানাইঘাট পৌরসভার কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির তদন্ত

19

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভায় সমপ্রতি তিনটি পদে ৩ জন কর্মচারী নিয়োগ পরীক্ষায় উত্তর পত্র জালিয়াতি সহ অনিয়মের ঘটনায় তদন্ত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিংহ পৌরসভার ৩জন কর্মচারী নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির মাধ্যমে উত্তর পত্র জালিয়াতি সহ অনিয়মের ঘটনায় অভিযোগের বিবাদী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, সহকারী প্রকৌশলী-পৌরসচিব মনির উদ্দিন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদের শুনানী গ্রহণ করেন। উপজেলা সভাকক্ষে তদন্তের শুনানী কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) লূসিকান্ত হাজং। তদন্তের বিষয়টি শিকার করে ভূমি কর্মকর্তা লূসিকান্ত হাজং জানিয়েছেন পৌরসভার তিনটি পদের কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের আশ্রয় নেওয়ায় জেলা প্রশাসক কার্যালয় সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিংহ স্যার এ তদন্ত করেন। জানা গেছে আজ বৃহস্পতিবার পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ও সহকারী প্রকৌশলী-পৌরসচিব মনির উদ্দিনের বিরোদ্ধে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল হকের দায়েরকৃত কয়েকটি অভিযোগের তদন্ত করবেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ এরশাদ মিয়া বলে জানা গেছে। তবে মেয়র নিজাম উদ্দিন ও প্রকৌশলী মনির উদ্দিন তাদের বিরোদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।