আমাকে দেখে কি মনে হয় বয়স হয়েছে – এরশাদ

35

কাজিরবাজার ডেস্ক :
এরশাদ বলেছেন তিনি মনের দিক থেকে এখনও তরুণ। বলেছেন, ‘অনেকেই বলেন, আমার নাকি বয়স হয়েছে। আমাকে দেখে কি মনে হয় বয়স হয়েছে?
‘বয়স হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসার জন্য আমি আপনাদের মাঝে আবার এসেছি’- এমন মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যানের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করে তিনি একথা বলেন।
জীবনের শেষ প্রান্তে এসেও জনসেবা করার সুযোগ দিতে জনগণের প্রতি তাকে ভোট দেয়ার আহ্বান জানান এরশাদ।
তিনি বলেন, ‘আপনাদের কিছু উপকার করতে পারি আল্লাহর কাছে সেটাই আশা করি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাবস্থায় যে উন্নয়ন হয়েছে তা পরবর্তী কোনো সরকারই করতে পারেনি।’
‘ঢাকার সব রাস্তা আমার করা’
নিজের শাসনামলেই ঢাকার সব রাস্তা করা হয়েছে দাবি করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘তিলোত্তমা ঢাকার সব রাস্তা করেছি আমি। যে রাস্তায় যাবেন, সেই রাস্তা আমার করা। আমাদের টাকা-পয়সা ছিল না। কিন্তু ইচ্ছা ছিল, মনোবল ছিল, এজন্যই এগুলো করতে পেরেছি।’
‘আমি যা করেছিলাম, তার থেকে ভালো কেউ করতে পারেনি। অন্যরা কি করেছে তা আমি আর বলতে চাই না। আগামীতে কাজ করে দেখাবো। আমরা স্বার্থের জন্য নয়, সবার মঙ্গলের জন্যই কাজ করি।’
এসময় জীবনের শেষ প্রান্তে এসেও যেন জনগণের সেবা করতে পারেন তার জন্য আরেকবার সুযোগ চান তিনি।