জগন্নাথপুরে রাণীগঞ্জ গণহত্যা দিবস পালন

50

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় রাণীগঞ্জ গণহত্যা দিবস পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর আঞ্চলিক রাণীগঞ্জ গণহত্যা দিবস পালন উপলক্ষে শহীদ স্মৃতি স্মম্ভে স্থানীয় শহীদ স্মৃতি পরিষদ ও শহীদ-গাজী স্মৃতি সংসদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনাসভা, দোয়া মাহফিল সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন।
উল্লেখ্য-১৯৭১ সালের ১ সেপ্টেম্বর দেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশে শান্তি কমিটির আহবানে সর্বস্তরের এলাকাবাসীকে জড়ো করে নির্বিচারে গুলি করে হত্যা যজ্ঞ চালায় পাক বাহিনী। এতে শতাধিক নিরীহ লোক শহীদ হন। পরে তাদেরকে গণকবরে সমাহিত করা হয়। দেশ স্বাধীনের পর থেকে এসব শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদ স্মৃতি পরিষদ ও শহীদ-গাজী স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছর রাণীগঞ্জ আঞ্চলিক গণহত্যা দিবস পালন হয়ে আসছে।