সবুজ পাতার দেশ

218

কাব্য কবির

সবুজ পাতার দেশ
খাগড়াছড়ি, রাঙামাটির
রূপের নেই তো শেষ।

সবুজ পাতার ফাঁকে বসে
দোয়েল,শ্যামা ডাকে
পাখির ডাকে মুগ্ধ হয়ে
প্রজাপতি থাকে।

পাহাড়ের ঐ ঝর্ণাগুলো
দেখতে লাগে বেশ,
পাহাড়ের ঐ রমণীদের
দীঘল কালো কেশ।

পাহাড়ের ঐ রাস্তাগুলো
এঁকে বেঁকে চলে,
এসব দেখে উদাস মনে
মিষ্টি কথা বলে।

সবুজ পাতা মন মাতায়
দেয় অপরূপ হাসি,
সবুজ পাতার দেশটাকেই
আমি ভালোবাসি।