নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫০

61

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ৫০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় নামকস্থানে এঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির কামা পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৩০১০৮) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় নামকস্থানে অপর একটি গাড়িকে ওভারটেকিং করতে গেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-মোবারকা পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৪৬৯২৪) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন, কামা পরিবহনের সুপার ভাইজার আকাশ মিয়া (৩০), হাসান মিয়া (২৬), তুহিন মিয়া (২৯), মামুন মিয়া (১৮), জুলেখা বিবি (৭৫), আশরাফ মিয়া (২৬), বিজয় উদ্দিন (১২), হাকিম মিয়া (৩০)। তাৎক্ষণিক অপর আহতদের পরিচয় জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।