মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি চন্দন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা।
অনুষ্ঠানে গীতা পাঠ করেন- শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক রাকেশ শর্মা।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- এস সি পি এস কার্যক্রম প্রকল্পের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা বিকাশ কুমার শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক রাকেশ শর্মা, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক, আকরাম হোসেন, এস আর এস সি পি এস কার্যক্রম প্রকল্পের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা বিকাশ কুমার শীল।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট জেলার মাস্টার ট্রেইনার গোপাল চন্দ্র রায়ের পরিচালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি