গোয়াইনঘাটে অন্যের ছাগলমদন মোহন কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করায় ছাত্র-শিক্ষক-অভিভাবক-কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে ১৬ আগষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার উদ্যোগে ক্লাস ব্রিফিং করা হয়। এতে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ শাখার সংগঠক পলাশ কান্ত দাস, আসাদুজ্জামান ইমন, রাফি ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- গত ১২ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব স¦াক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের ২৭১ টি কলেজের ন্যায় মদন মোহন কলেজকে সরকারিকরণের ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য ২০১৬ সালের ২১ জানুয়ারী কলেজের সুর্বণ জয়ন্তী উৎসবে প্রধানমন্ত্রী সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণা ও প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দীর্ঘ ১০ বছরের আন্দোলনের বিজয় অর্জিত হল।
এরই প্রেক্ষিতে গত ১২ আগষ্ট ১৮ সরকারী প্রজ্ঞাপনে মদনমোহনকে সরকারিকরণের ঘোষণা কার্যকর করা হয়। বিগত ১১ বছরের ধারাবাহিক আন্দোলনে অংশগ্রহণকারি সকল ছাত্র শিক্ষক অভিভাবক কর্মকর্তা কর্মচারিসহ সিলেটবাসীকে সংগঠন অভিনন্দন জানাচ্ছে। বিজ্ঞপ্তি
জবাই করার দায়ে ব্যবসায়ী জেল হাজতে