কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি ভবনের ফাইলিং কাজে অনিয়ম তদন্তে কমিটি গঠন

34

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৫টি ভবনের নির্মাণ কাজের শুরুতে নি¤œমানের ফাইলিং পিলারের কাজ করার অভিযোগ উঠায় ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কাজের অভিযোগ নিয়ে নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের এবং এনিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কমপ্লেক্সের কাজ নিয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার উপস্থিতিতে কমিটির অনেক সদস্য জোরালো বক্তব্য রাখেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি ভবনের নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ের জন্য উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কাজের সিডিউলের কপি এবং নির্মাণকৃত ভবনের চলমান ফাইলিং পিলারের কাজের গুণগত মান যাচাই না হওয়া পর্যন্ত ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ফাইলিং কাজে সিডিউল বহির্ভূত নি¤œমানের সামগ্রী ব্যবহার করার সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার নির্মাণ কাজের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান ও জেলা আওয়ামীলীগ নেতা সাতবাঁক ইউপির চেয়ারমান এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মোঃ আব্দুন নূর ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।