যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাদীঘির পূর্বপারের আল ফালাহ টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ যৌথ পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি মাওলানা আল্লামা শায়খ জিয়া উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, মাওলানা খলিলুর রহমান, প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা শরফ উদ্দিন ইয়হইয়া ফরহাদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী গোলাম মওলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা নুর আহমদ কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা আখতারুজ্জামান, মোঃ রুহুল আমীন নগরী সহ বিভিন্ন উপজেলা যুব জমিয়তের সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
কাউন্সিলে সাবেক ছাত্রনেতা ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে এবার যুব জমিয়ত বাংলাদেশের সিলেট জেলা শাখার ৩ বছর মেয়াদী কমিটির নাম ঘোষণা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। মাওলানা মোহাম্মদ আলীকে সভাপতি, রায়হান উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ মামুন খানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। মুসলমানদের নাম নিশানা মিটাতে ইহুদী-নাসারারা কোমর বেধে নেমেছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা বাংলার প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াতী কাজ বাধা-বিপত্তিকে উপেক্ষা করে হিকমতের সাথে চালিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি