সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের ডাকা সকাল-সন্ধ্য অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শ্রমিক নেতাদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অলোচনায় বৈঠকের আশ্বাসে জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ কর্মসূচী স্থগিত করেন। কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সমাবেশ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৈঠকের আহবান জানানো হয় এবং সমাবেশে উপস্থিত আওয়ামীলীগের নেতৃবৃন্দদের অনুরোধে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচী আগামী ২ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। তবে সিলেট জেলার প্রতিটি উপজেলায় প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাবেন শ্রমিকরা।
প্রতিনিধি সমাবেশে সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামীম রশিদ চৌধুরী। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি সুন্দর আলী খান, জেলা শ্রমিক ই্উয়িনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, খলিল খান, মতছির আলী, জিলু মিয়া, শাহাব উদ্দিন, ইকবাল আহমদ, দিলুয়ার আহমদ, শাহ জাহান, শাহ আলম সুরুক, কাওছার আহমদ, আমান, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ টিপু, এম বরকত আলী, আনছার মিয়া, আলা উদ্দিন, জৈনউদ্দিন, মাসুক মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি