সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেশবাসীর প্রাণের সংগঠন আওয়ামী লীগ ও প্রিয় প্রতীক নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকা বিজয়ী হলে সমাজ ও রাষ্ট্রে সুন্দর পরিবেশ বিরাজ করে, দৃঢ় হয় সম্প্রীতির বন্ধন। তাই আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ মূলবান ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন।
মঙ্গলবার সকালে সিলেট নগরীর আম্বরখানা মণিপুরীপারা, সুনামগঞ্জ রোড, হাউজিং এস্টেট রাস্তার মুখ এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মেয়র প্রার্থী কামরান বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ জনপদ। এখানে বসবাসকারী বিভিন্ন ধর্মের লোকজনের পরস্পরের সাথে রয়েছে চমৎকার সম্পন্ন। সবাই পরস্পরের সুখ-দুঃখের সঙ্গী। কারো কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে তা উপভোগ করেন। আর এ সম্পর্ক আরো দৃঢ় করতে এবারের নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করুন।
বদর উদ্দিন আহমদ কামরান সকালে আম্বরখানা-মণিপুরীপাড়ায় গণসংযোগে গেলে সেখানকার সকল বয়সের লোকজন তাকে স্বাগত জানান। এসময় কামরান সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আশীর্বাদ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারাও নির্বাচনে কামরানকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সেলিম আহমদ, এডভোকেট আফছর আহমদ, বেলাল খান, বেণু ভূষণ ব্যানার্জী, পরিমল সিংহ, লিকজিং সিংহ, পঞ্চ সিংহ, প্রমোদ সিংহ, নিকজিত সিংহ, সুতরাং সিংহ, খোকন মিয়া, সুব্রত সামন্ত সরকার, শফিক উদ্দিন ইমদাদ হোসেন ইমু, বখতিয়ার হোসেন প্রমুখ।
কামরানের সমর্থনে নার্সেস এসোসিয়েশনের মতবিনিময় সভা : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনের মঙ্গলবার বেলা দেড়টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুরাদ আহমদ। নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডা. সৌরভ সরকার, সাধারণ সম্পাদক ডা. স্বজল এস চক্রবর্তী, ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি ডা. অরুপ কুমার খা, সাধারণ সম্পাদক ডা. নাহিদ খান সোহাগ, ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক ইলা রাণী দেব, নার্সেস এসোসিয়েশন সিলেট শাখার প্রধান উপদেষ্টা পরিমল বণিক, সভাপতি শামীমা নাছরিন, সহসভাপতি মো. নজরুল ইসলাম, জোবেদা খাতুন, খাদিজা বেগম, ভ্রান্তি বালা দেবী, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দাস, কোষাধ্যক্ষ নীলুফা ইয়াসমিন, সহ কোষাধ্যক্ষ রেবা রাণী পাল, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল খালেক, সিনিয়র সদস্য নাছিমা আক্তার, হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, নিজাম উদ্দিন আহমদ, আবুল খায়ের চৌধুরী, মো. মতিউর রহমান, রওশন হাবিব, আব্দুল জব্বার, শুধাংশু কুমার পাল, লিমন আহমদ, মো. আব্দুল হাকিম, জুবায়ের আহমদ, মো. নজরুল ইসলাম, মো. বাদশা মিয়া, এবাদুর রহমান, মোস্তাফিজুর রহমান, শাহ মিছবাহ হোসেন প্রমুখ।
মাছুদীঘিরপারে কামরানের সমর্থনে সভা : সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে মঙ্গলবার দুপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার মুরব্বি আলতাফ হোসেন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কামরান সকলের দোয়া ও সমর্থন চান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন আমি সিলেট নগরবাসীর সেবা করেছি। সেবক হিসেবে সবার কাছেই আমি পরীক্ষিত। তাই উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার উঠেছে। আমার বিশ্বাস নির্বাচনে নৌকা বিজয়ী হবে।
কামরান বলেন, কোনো কোনো প্রার্থী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তারা এটা জানেন না যে, অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। কোনোভাবেই ঠেকানো যাবে না নৌকার বিজয়। আমি মনেকরি প্রার্থী যখন নিজেকে দুর্বল ভাবেন তখনই এ ধরনের অপপ্রচার চালান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, এলাকার মুরব্বি সোনা মিয়া, সাহেদ বকস, দিলোয়ার হোসেন, সাদ্দাম খান, মিনহাজ খান, জাফর খান, সুব্রত সামন্ত সরকার, শাহদাত খান, আফজল হোসেন লস্কর, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।
দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় কামরানের মতবিনিময় : সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় সোমবার রাতে ২৬নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মুহিবুর রহমান মঞ্জুর সভাপতিতে সভায় কামরান সকলের দোয়া ও সমর্থন চেয়ে ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার অনুরোধ জানান।
সাখাওয়াত হোসেন রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুকির হোসেন চৌধুরী, হেলাল বক্স, আতাউর রহমান, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদ, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল, সালেক আহমদ, বদরুজ্জামান খসরু, শাহনাজ সুলতানা দিনার, সুলতানা বেগম, সুলতানা আক্তার, বদরুল ইসলাম, শেখ সাদী কোমল, মো. মামুন হোসেন, খায়রুল আলম, দিলওয়ার হোসেন প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সহসভাপতি হিমেল। বিজ্ঞপ্তি