ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, হাতপাখা বিজয়ী হলে সিলেটে নৈরাজ্যপূর্ণ রাজনীতির অবসান ঘটবে। তিনি বলেন সিলেটে যদি ধানের শীষ বিজয়ী হয় তাহলে আওয়ামীলীগের সমর্থকরা আতংকে থাকবে আর যদি নৌকা বিজয়ী হয় তাহলে বিএনপির সমর্থকরা আতংকে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাতপাখা মার্কায় বিজয়ী হলে জনগণের জান-মাল, ইজ্জত-আবরুর নিরাপদ থাকবে। তিনি বলেন, আমরা ইসলামী রাজনীতিকে ইবাদত মনে করি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।
১৪ জুলাই শনিবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের সমর্থনে কোর্ট পয়েন্টের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত সভাপতি মাওলানা সাঈদ আহমদ সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন-এর পরিচালনায় হাতপাখার মেয়র প্রার্থী প্রফেসর আয়েজিত পথসভায়
মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, আমি বিজয়ী হলে ঘুষ দিয়ে লাইসেন্স নিতে হবে না বরং দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, হবিগঞ্জ জেলা সভাপতি মুহিব উদ্দিন আহমেদ সোহেল, সেক্রেটারি শামছুল হুদা, মহানগর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মোহিত, দফতর সম্পাদক জাবেদ আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মোঃ ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মোঃ ফজলুল হক, সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নুরে আলম, অনলাইন সমন্বয়ক আজাদ খন্দকার, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়াও শনিবার বেলা ২ টায় আম্বরখানা পয়েন্টে, বিকেল ৩ টায় টিলাগড় পয়েন্ট, বাদ আছর কদমতলী পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি