আরিফের গণসংযোগে ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি

26

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর গণসংযোগে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বন্দরবাজারে জেলা পরিষদের সামনে গণসংযোগকালে এ ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরসহ নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন আরিফুল হক চৌধুরী। জেলা পরিষদের সামনে যাওয়ার পর খন্দকার মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সামনেই ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীদের সাথে প্রতিপক্ষের হাতাহাতি শুরু করেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়েন নেতাকর্মীরা। তখনই সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা বলেন, কেউ যেন কোনো সুযোগ নিতে না পারে। এখন সহনশীলতার পরীক্ষা দিতে হবে। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ ব্যাপারে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হকের বক্তব্য জানতে ফোন করা হলে এক ব্যক্তি ফোন রিসিভ করে তিনি গণসংযোগ করছেন বলে জানান।