হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

38

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে প্রবাসির বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ধর্মঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃকতরা হলো, মাধবপুর উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), একই উপজেলার কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সোমবার ভোরে উপজেলার ধর্মঘর এলাকার একটি স্কুলে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় পুলিশ আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বিকেলে তাদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।