সুবীর সেনগুপ্ত
সুরের থেকে দূরে হলেও
ভাল লাগে গাইতে গান
মনটা তখন ভাবায় থামায়
জাগায় গানে নতুন প্রাণ।
মুগ্ধ হয়ে নিজের গানে
মনটা খুশী হয় তখন
যে জট খোলার কাজে লাগি
সহজে হয় উন্মোচন।
গান প্রবাহিত সুর ও ছন্দে
তাই তো গাওয়া গুণগুণিয়ে
থাকলে সাথে পাতার বাহার
মনটা আমার যায় হারিয়ে।
গান আমাদের একটি কড়ি
মানি আমি সবার মতন
গানের কথা আমার কাছে
নূতনত্বের এক দর্শন।
প্রকার ভেদে গান বিচরণ
বাছতে কোনো বাধাই নেই
যে গান আমার লাগে ভাল
দিই তাকে স্থান অন্তরেও।
গুণগুণ গান গাইলেই হয়
কি প্রয়োজন তার তরে!
খুশী মনের এই পরিচয়
গাইতে গাইতে মন ভরে।
পাইনি খুঁজে কোনো মানুষ
যার কাছে গান অবান্তর
গানের তানে হারিয়ে যায়
নিঃসঙ্গতার আবরণ।
অপ্রতিম গান