নেতৃবৃন্দের বিবৃতি ॥ সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গঠিত কমিটিতে উড়ে এসে জুড়ে বসা সুযোগ সন্ধানী নয়

46

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান কবির, যুগ্ম আহবায়ক যথাক্রমে ফয়ছল আহমদ, ময়নুল ইসলাম, সেলিম আহমদ, আমিনুল হক, নুরুল আমিন খুকু, সায়মন আহমদ সালামিন এক যুক্ত বিবৃতিতে বলেন বিগত ২৩/০৫/২০১৮ইং তারিখে সিলেট জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগের ত্যাগী ও দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে সদর উপজেলা আওয়ামীলীগের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মতামতের ভিত্তিতে কর্মী সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিকে নিয়ে জেলা সে^চ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত জেলা সে^চ্ছাসেবকলীগের ২৪/০৫/২০১৮ইং তারিখের বিবৃতি অনাকাঙ্খিত অনভিপ্রেত বিদ্বেষ প্রসূত এবং সর্বোপরী হীনমন্যতার পরিচায়ক বলে উল্লেখ করেন। বিবৃতিদাতারা বলেন ‘৭৫ পরবর্তী আওয়ামীলীগের চরম দুর্দিনে যারা খুনি মোস্তাকের ডেমক্রেটিক লীগ (ডি.এল) প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে নিজের আখের গোছানোর চেষ্টায় লিপ্ত ছিল পরবর্তীতে খোলস পাল্টে আওয়ামীলীগের সেজে আওয়ামীলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনকে নিজের পকেটে পুরে কুক্ষিগত করতে চায় এবং যারা খুনি মোস্তাকের প্রেতাত্ম্যা ও তল্পিবাহক তাদের ইন্ধনে এবং নির্দেশে ড্রয়িং রুমে গঠিত কমিটি প্রকৃত আওয়ামীলীগের তৃণমূলের পরীক্ষিত নেতা কর্মীরা মেনে নিতে পারে না। বিবৃতি দাতারা বলেন, যারা রাতের অন্ধকারে সদর উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে মোস্তাকের প্রেতাত্ম্যা ও ডি.এলের এবং স্বাধীনতা বিরোধী চক্রের স্বার্থ হাসিলের হীন অপচেষ্টায় লিপ্ত তাদের উচ্চাক্সক্ষা এবং জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে দুর্বল করার হীন অপপ্রয়াসে তীর সিন্ডিকেট, ছিনতাই, রাহাজানী, মাদকের সাথে সংশ্লিষ্টদেরকে দিয়ে আর যাই হোক সুস্থ রাজনীতির চর্চা আসা করা যায় না। কারো ব্যক্তি স্বার্থে গণবিচ্ছিন্ন কোন নেতার অশুভ ইঙ্গিতে ঘরে বসে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন কোনভাবেই সদর উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা মেনে নিতে পারে না। বিজ্ঞপ্তি