গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে আবারো মোবাইল কোর্টের বিশেষ অভিযানে সাড়ে ১২হাজার টাকা জরিমানা আদায়। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। মূল্য তালিকা না থাকা, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে অনিয়ম, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য গোলাপগঞ্জ বাজারের মূল্য তালিকা না থাকায় লাকি রেষ্টেুরেন্টকে কে ৫হাজার টাকা, বনরাজ হোটেলে মিষ্টি ড্রামে রাখা ও রং দেওয়ার কারনে আধামণ মিষ্টি নষ্ট করা হয় এবং ৬হাজার টাকা জরিমানা করা হয়। পচা মাছ বিক্রির কারনে দুজন মৎস্য ব্যবসায়ী কে ১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে ৪টি মামলা করা হয় ভোক্তা ও মৎস্য অধিকার আইনে। ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পুরো রমজান মাস জুড়ে উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম। এর আগে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।