স্টাফ রিপোর্টার
দূর্গাপূজা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ২ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস শরীফ বিপিএম(বার), পিপিএম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার (সিআইডি, সিলেট) সুজ্ঞান চাকমা, দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনারগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।
উক্ত সভায় পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস শরীফ বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় দূর্গাপূজা-২০২৩ উদযাপনের জন্য মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও পুলিশ কমিশনার নির্দেশে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামন্ডপে সিসি ক্যামেরা বাসানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দূর্গাপূজা-২০২৩খ্রিঃ উপলক্ষ্যে দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ আশ্বাস প্রদান করেন পুলিশ কমিশনার।