কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে শাবিতে মানববন্ধন

27

শাবি থেকে সংবাদদাতা :
প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে ঘোষিত কোটা প্রথা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সিলেট বিভাগীয় সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তব রূপ দেখতে চাই। প্রধানমন্ত্রীর ঘোষণার ২৯ দিন পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় আশাহত বলে মন্তব্য করেন তারা। বিজ্ঞপ্তি