স্টাফ রিপোর্টার :
নগরীর কাজিরবাজার ব্রীজ এলাকায় ছিনতাইকারীদের মধ্যে পূর্ব বিরোধের জেরধরে মোহাম্মদ আলী (৩০) নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে নিহতের মা আফতেরা বিবি বাদী হয়ে ৭ জনকে আসামী করে কোতোয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন। এদিকে গতকাল সকালে পুলিশ ময়না তদন্ত শেষে নিহত মোহাম্মদ আলীর লাশ তার পরিবারের কাছ হস্তান্তর করে। নিহত আলী দক্ষিণ সুরমার সিলামে বসবাস করে আসছে। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আব্দুর নুরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান,নিহত আলীর মা বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ আসামীদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
এরআগে গত বৃহস্পতিবার রাতে কাজিরবাজার ব্রীজ এলাকায় তার অপর সহযোগী ছিনতাইকারীদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তার সহযোগীরা আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।