বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই গাছতলা এলাকা থেকে বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার আবরনী বস্ত্র বিতানের মালিক সহিব উদ্দিন সৈবন আহমদের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চারখাই ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যবসায়ী সৈবন আহমদের পরনে ছিলো সাদা হাফহাতা শার্ট ও কালো প্যান্ট। রক্তে পুরো শর্ট লাল হয়ে যায়। ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করে ফেলে দেয় দুর্বৃত্তরা।
তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।
ব্যবসায়ী সৈবন আহমদের মূল বাড়ি বড়লখা উপজেলার ইটাউরী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় নিজশ্ব বাসবভনে বসবাস করছেন।
নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা পূর্ব বিরোধ অথবা অন্য কোন কারণে ব্যবসায়ী সৈবন নিহত হতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।
নিহত হাজী সইব উদ্দিনের প্রথম জানাযার নামাজ গতকাল সন্ধ্যা ৭:৪৫ মিনিটের সময় বিয়ানীবাজার পি,এইচ, জি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ২য় জানাযার নামাজ রাত ৯:৩০ মিনিটের সময় ইটাউরী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।