নীতিমালা মেনেই সংবাদ প্রকাশ করলে দেশ ও সমাজের উপকারে আসবে – জেলা প্রশাসক

30

সিলেটে সাংবাদিকতা বিষয়ক তিনদিনের কর্মশালা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সিলেট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। এর আগে সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সংবাদপত্র হলো সমাজের আয়না। তাই সাংবাদিকদের নীতিমালা মেনেই সংবাদ প্রকাশ করলে দেশ ও সমাজের উপরকারে আসবে। তিনি বলেন, একসময় সাংবাদিকতার পথ প্রশস্ত ছিলনা। এখন প্রশস্ত হয়েছে। গণমাধ্যম একটি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে।
সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও বাংলা টিভির বিভাগীয় প্রধান আবু তালেব মুরাদের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন, প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক মুকিত রহমানী। অন্যানের মধ্যে বক্তব্য দেন যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, মানবজমিনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, জাগো বাংলা নিউজের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, গাজী টিভির ব্যুরো প্রধান বিলকিছ আক্তর সুমি ও সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী।
কর্মশালায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রথমদিনে সাংবাদিকতার মৌলিক বিষয়াধি এবং অনলাইন সাংবাদিকতা বিষয়ে পৃথক দুটি সেশনে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও জাগোনিউজটুয়েন্টিফোরডটকম এর সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ। বিজ্ঞপ্তি